Saturday, November 9, 2024
HomeBlogবাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ভারত

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ভারত


৯ সেপ্টেম্বর, ২০২৪ ০২:৫৮

অনলাইন ডেস্ক

টাইগারদের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ঋষভ পন্ত। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার যশ দয়াল।

চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ ২৭ সেপ্টেম্বর কানপুরে। 

প্রথম টেস্টের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।

উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে  মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও। চলতি বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই বাঁহাতি এরই মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। টেস্ট দলে ফেরাটা তাই প্রত্যাশিতই ছিল।

বিডি প্রতিদিন/নাজমুল



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments