নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা আগামী দিনেও এগুলো নিয়ে কাজ করে যাবেন।’
গতকাল যাঁরা আলোচনা করেছেন, তাঁরা কায়রোতে থাকবেন বলেও জানান মার্কিন ওই কর্মকর্তা।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েলি সেনারা পাল্টা হামলা চালায়। শুরু হয় গাজা যুদ্ধ।
কানাডার হ্যালিফ্যাক্সে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে উপনীত হতে ওয়াশিংটন এখনো ‘উদ্যমী’ হয়ে কায়রোতে কাজ করছে। যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। ইসরায়েলের প্রতিনিধিরাও ওই আলোচনায় অংশ নিচ্ছেন।
মিসরের সূত্রগুলো বলেছে, মধ্যস্থতাকারীরা ফিলাডেলফি ও নেটজারিম করিডরে ইসরায়েলি বাহিনীর অবস্থানের বেশ কয়েকটি বিকল্প তুলে ধরেন। তবে কোনো পক্ষই এতে একমত হননি।