সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের মনপুরা গ্রামের আবদল্লা আল মামুন হাসপাতালে এসেছেন তাঁর মেয়ে ফাতেমাকে (৮ মাস) নিয়ে। তিনি বলেন, ডায়রিয়ার কারণে মেয়েটা দুর্বল হয়ে পড়েছিল। হাসপাতালে ভর্তির পর কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালের নোংরা পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সাত দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া আক্রান্ত ৬১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভর্তি হয়েছেন ৫১ জন। রোগীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা জানান, বন্যার কারণে জেলার বিভিন্ন উপজেলায় ডায়রিয়া, পেটব্যথাসহ শিশুদের নানা ধরনের রোগ হচ্ছে।