Friday, November 8, 2024
HomeBlogবরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভারতের বিরুদ্ধে বিক্ষোভ

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভারতের বিরুদ্ধে বিক্ষোভ


২২ আগস্ট, ২০২৪ ০৩:৪৫

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা

মধ্যরাতে ভারতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ভারতের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেন তারা।

বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করেন। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট হয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী রশিদ সরদার বলেন, আমরা ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, এই কৃত্রিম বন্যায় আমাদের জানমালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসাব ভারতকে দিতে হবে। আপনাদের সৃষ্টি বন্যায় আমাদের বাড়িঘর ভাসিয়ে দিয়ে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান, তাহলে আন্তর্জাতিক নদী আইন মেনে আমাদের পানির অধিকার আমাদেরকে দেন।

বিডি প্রতিদিন/জুনাইদ  



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments