Tuesday, November 12, 2024
HomeBlogফেনীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রম অব্যাহত

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক কার্যক্রম অব্যাহত


৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫৫

৫০ পরিবার পেল খাদ্য উপহার মাদরাসায় পৌঁছাল ১০০ কেজি চাল

অনলাইন ডেস্ক

বন্যার শুরু থেকে এখন পর্যন্ত ফেনীতে বসুন্ধরা শুভসংঘের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের বন্যার্ত ৫০ পরিবারের জন্য পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী। এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও পানি। একই সময় ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের কাজির দীঘি সোলতানিয়া মাদরাসায় পাঠানো হয় ১০০ কেজি চাল।

এদিন কার্যক্রম তদারক করেন লায়ন্স ক্লাব অব ফেনী সিটির সভাপতি দ্বীন মোহাম্মদ, কালের কণ্ঠ’র ফেনী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বসুন্ধরা শুভসংঘ ফেনী জেলা সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠক মিজানুর রহমান সোহেল, শুভ, রোমেল চৌধুরি, মো. ইদ্রিসসহ অন্য সদস্যরা। 

জেলা সভাপতি বাপ্পি বলেন, ‘আমরা সেপ্টেম্বর মাসেও নানা কার্যক্রম অব্যাহত রাখব। আগামী কিছুদিনের মধ্যে আমরা কয়েকটি পরিবারকে ঘর মেরামত করে দেওয়াসহ পুনর্বাসন কার্যক্রম শুরু করব।’



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments