ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বাকি চার ব্যক্তির মধ্যে দুজন ব্রিটিশ ও দুজন আমেরিকান। উদ্ধার হওয়া মরদেহটি তরীর পাচক রিকার্ডো থমাসের। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা ব্যাকারস রয়েছেন।
ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে প্রমদ তরীটি ডুবে যায়। ইতালির একটি প্রতিষ্ঠানের তৈরি বেইসিয়ান নামের এ তরীর দৈর্ঘ্য ১৮৪ ফুট। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির ২৩৬ ফুট উচ্চতার অ্যালুমিনিয়ামের মাস্তুল ভেঙে অর্ধেক হয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে ফেলার একপর্যায়ে তরীটি ডুবে যায়।