Wednesday, October 16, 2024
HomeBlogপ্রধান বিচারপতির কাছে গুম হওয়া ব্যক্তির স্বজনদের স্মারকলিপি

প্রধান বিচারপতির কাছে গুম হওয়া ব্যক্তির স্বজনদের স্মারকলিপি


বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নিজস্ব প্রতিবেদক

গুম ও অপহরণের শিকার ব্যক্তিদের জীবিত ফেরত ও নির্যাতনের বিচার পেতে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের পক্ষে মো. বেল্লাল হোসেন সই করা এ স্মারকলিপি গ্রহণ করেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্কতা মো. শফিকুল ইসলাম।

স্মারকলিপিতে বলা হয়, স্বজনহারা পরিবার দীর্ঘদিন আন্দোলন করেও কোনো সুফল পায়নি। গুম ব্যক্তিদের পরিবারের সদস্যরা রোদ, বৃষ্টি, ঝড়, তুফান,  প্রশাসনিক বাধা উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘদিন ধরে গুম ও অপহরণ ব্যক্তিকে খোঁজার জন্য সংগ্রাম ও আন্দোলন করে আসছে। ইতোমধ্যে গোপন ডিটেনশন সেল থেকে অনেক মানুষ মুক্তি পেয়েছে। আমরা আমাদের ভাইদের সম্পর্কে জানতে চাই। তারা কোথায় এবং কেমন আছে? তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রতিটি পরিবার অনেক অসহায়, তাই আপনার সাহায্য ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments