পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) প্রজননক্ষম নারীদের একটি হরমোনজনিত রোগ। মূলত হরমোনজনিত সমস্যার জন্য সৃষ্ট কতগুলো লক্ষণের সমষ্টিগত বহিঃপ্রকাশ এটি। কিশোরীকাল থেকেই ওজন বৃদ্ধি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কায়িক শ্রমহীনতা এর জন্য দায়ী। এতে হরমোনের তারতম্য, ইনসুলিন রেজিস্ট্যান্সসহ নানা ধরনের বিপাকীয় সমস্যা দেখা দেয়।