গিবত বা পরনিন্দা মানব চরিত্রের একটি খারাপ বৈশিষ্ট্য। এটি সামাজিক শান্তি বিনষ্টকারী একটি ঘৃণ্য অপরাধ। অথচ এ মন্দ অভ্যাস বর্তমানে অধিকাংশ মানুষের প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। গিবত খুবই জঘন্য ও নিন্দনীয় কাজ এবং এটি কবিরা গুনাহ। তাই এটা থেকে বিরত থাকা আদর্শ মানুষের কর্তব্য।
ইসলামি শরিয়তের পরিভাষায় গিবত হলো, কোনো মুসলমানের অনুপস্থিতিতে তার সম্বন্ধে এমন কোনো দোষের কথা বলা, যা… বিস্তারিত