Friday, November 22, 2024
HomeBlogপঞ্চগড়ে মামলা ও দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের মানববন্ধন

পঞ্চগড়ে মামলা ও দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানের মানববন্ধন


৫ সেপ্টেম্বর, ২০২৪ ২০:৫৭

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুদরত ই খুদা মিলনের বিরুদ্ধে জমি দখল, হামলা, মামলা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এই অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অন্যায়ভাবে মানুষের জমি দখল করেছেন। চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। চেয়ারম্যানের এমন দুর্নীতি চরম আকার ধারণ করেছে বলেও অভিযোগ করেন তারা। অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী আব্দুল হামিদ, আবু তাহের, সায়েদা বেগম, আমেনা বেগম ও সালমা আক্তার। পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার বরাবর বিচার চেয়ে স্মারকলিপি প্রদান করে তারা। একই সাথে পঞ্চগড় পুলিশ সুপার ও সেনাবাহিনী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিডি প্রতিদিন/এএ



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments