১০ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৩১
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষার মান উন্নয়নে দশম শ্রেণির ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা এগারোটার দিকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ ফয়সল বিন করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার-ভাইজার মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক মো. আসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আবদুস সবুর কাজল। এ ছাড়া উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন, জ্যেষ্ঠ শিক্ষক হাসানুজ্জামান, মো. শাহজাহান শিকদারসহ বিভিন্ন বিষয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. এনামুল কাবির।
বক্তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান ও বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এমআই